|
Date: 2025-01-27 17:31:02 |
নেত্রকোনার ঝারিয়া রেলওয়ে স্টেশনে যাত্রীকে মারধরের অভিযোগ। ঝারিয়া রেল স্টেশনে একটি সীট পাওয়ার জন্য দুই-থেকে তিনটি টিকেট কাটতে বাধ্য করে একটি সিন্ডিকেট। এমন প্রতারণা প্রতিদিন প্রত্যেক যাত্রীর সাথে করে আসছে৷ ব্লাকে টিকেট পূর্বেই বিক্রি করে দেয়। পরে সে টিকেট কালোবাজারির কাছ থেকে ৪-৫ গুন বেশী মূল্য দিয়ে কিনতে হয় যাত্রীদেরকে। ভুক্তভোগী কাউন্টারে টিকেট চাইতে গেলে তার কাঙ্খিত টিকেট তাকে দেওয়া হয়নি। সিন্ডিকেটের লোকজন তাকে মারধর করে রক্তাক্ত করেছে। রুমের ভিতর আটকে রাখার হুমকি দেয়। শত-শত মানুষের সামনে এভাবে হেনস্তা-মারধর করা আর সাথে হেনস্তা ও হয়রানি এ ঝারিয়া রেলওয়ে স্টেশনের প্রতিদিনের রুটিন। স্থানীয় প্রশাসন জানলেও কোন ব্যবস্থা গ্রহণ করে না। জানা গেছে ক্ষমতার পালাবদলে বিএনপির নেতা পরিচয়ে এসব কালোবাজারির সাথে নিজেদেরকে মজবুত করে সম্পৃক্ত করছে।
© Deshchitro 2024