|
Date: 2025-01-28 12:18:46 |
মো. আল আমিন, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুর, আমরুল কুন্দুইশ দক্ষিণ পাড়ায় কৃষি জমির মাটি কর্তনের খবর পেয়ে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা প্রশাসন।
আজ ২৮ জানুয়ারি (মঙ্গলবার) আনুমানিক ৫ ঘটিকার সময় অভিযুক্ত মোঃ জাহিদুর রহমান, পিতাঃ মৃত ইদু প্রামাণিক, অনুমতি ছাড়াই কৃষি জমির মাটি কর্তন করছেন এমন অভিযোগ পাওয়ার সাথে সাথে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জান্নাতুল নাইম, অভিযান পরিচালনা করেন। অভিযানকালে অভিযুক্তরা ম্যাজিস্ট্রেট আসার খবর পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ঘটনাস্থলে কাওকে না পেয়ে থানার নিয়মিত মামলা রুজু করার জন্য সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে নির্দেশ প্রদান করা হয়েছে। বর্তমানে জাহিদুর রহমানের বিরুদ্ধে মামলা রুজুর কার্যক্রম চলমান।
জনস্বার্থে মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে।
© Deshchitro 2024