|
Date: 2025-01-28 15:10:44 |
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী নির্বাচনে বিএনপি জয়ী হলে ১৭ বছর ধরে যারা নির্যাতিত হয়েছেন তাদেরকে সাথে নিয়ে সরকার গঠন করা হবে। সব ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করা হবে। কারন আমরা সবাই বাংলাদেশী। বিএনপি আগামীতে ক্ষমতায় গেলে সাতক্ষীরায় রেল লাইন স্থাপন করা হবে। এছাড়া প্রত্যেক পরিবারের নারীদের জন্য একটি কার্ড প্রদান করা হবে। এর মধ্যে যে অর্থ সরবরাহ করা হবে তা দিয়ে নারীরা তাদের সন্তানদের শিক্ষা ও চিকিৎসার বিষয়টি নিশ্চিত করবে। তিনি উল্লেখ করেন ৩১ দফা কেবল বিএনপির একার দফা নয়, এটি বিএনপির সাথে যারা জোটবদ্ধভাবে আছে তাদের সকলে মিলে এই ৩১ দফা তৈরী করেছে।
মঙ্গলবার(২৮ জানুয়ারি) বিকালে সাতক্ষীরায় বিএনপি ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক প্রশিক্ষণ কর্মশলায় তিনি ভার্সুয়ালী এসব কথা বলেন। বিএনপি’র কে›ন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক কমিটির আয়োজনে সাতক্ষীরা শহরের তুফান কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত কর্মশালায় মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক সচিব ইসমাইল জবিউল্লাহ।
সময় তিনি আরো বলেন, এই দলটি শুধুমাত্র শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বা খালেদা জিয়ার নয় অথবা একক কোন ব্যক্তির নয়। এই দলটি আজকে যারা এখানে উপস্থিত আছেন তারা এবং বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীদের নিয়ে আমাদের এই দলটি। এ সময় তিনি বলেন, সামনে একটি নির্বাচন আমাদের পার হতে হবে। এই নির্বাচনের আগ পর্যন্ত আপনাদেরকে এই ৩১ দফা কর্মসূচি সাধারণ মানুষের কানে কানে পৌঁছে দিতে হবে।
সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক এড. সৈয়দ ইফতেখার আলীর সভাপতিত্বে এসময় সেখানে আরো উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব, কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষন বিষয়ক সম্পাদক এবিএম মোশারফ হোসেন, কেন্দ্রীয় বিএনপির সদস্য ডা. শহিদুল আলম ও কাজী আলাউদ্দিন, কেন্দ্রীয় প্রশিক্ষন কমিটির সদস্য আতিকুর রহমান রুমন, কেন্দ্রীয় প্রশিক্ষন কমিটির সদস্য ও সাবেক এমপি রেহেনা আক্তার রানু, কেন্দ্রীয় প্রশিক্ষন কমিটির সদস্য মাহমুদা হাবিবা, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক ও সাবেক সাধারন সম্পাদক শেখ তারিকুল হাসান, সদস্য সচিব চেয়ারম্যান আব্দুল আলিম, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি ফজলুর রহমান খোকন, সাবেক সাধারন সম্পাদক ইকবাল হোসেন শ্যামলসহ অনেকে
© Deshchitro 2024