|
Date: 2025-01-28 16:49:40 |
পটুয়াখালীর গলাচিপায় চোরাই মাল কিনে ফেঁসে গেলেন ব্যবসায়ী। ঘটনা সূত্রে জানা যায় পায়রা বন্দর কতৃপক্ষ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে একদল চোর পয়রা বন্দর থেকে মালামাল চুরি করবে। সে খবরের ভিত্তিতে তারা চোরকে আটক করার জন্য ওত পেতে থাকে। চোর চুরি করতে আসলে পায়রা বন্দর কতৃপক্ষ চোরদের ৩ জনকে হাতেনাতে ধরে ফেলে, ১ জন চোর পালিয়ে যেতে সক্ষম হয়। পরবর্তিতে পালিয়ে যাওয়া সেই চোরকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে চোর জানায় তারা পায়রা বন্দরের চেইন চুরি করে গলাচিপা পৌরসভার ভাংগারী ব্যবসায়ী বাবর আলী ফকিরের পুত্র মোঃ কামাল ফকিরের কাছে বিক্রি করে। ২৮ জানুয়ারি মঙ্গল বার আনুমানিক ১টা ৩০ মিনিটের সময় পায়রা বন্দর কতৃপক্ষ গলাচিপা পুলিশের সহায়তায় ভাংগারী ব্যবসায়ী কামালকে কলেজ পাড়ায় তার ভাংগারীর দোকান থেকে তাকে আটক করে। এ বিষয়ে পায়রা বন্দর কর্তৃপক্ষের কাছে জানতে চাইলে তারা জানান একদল চোর পায়রা বন্দরের ১৭ লক্ষ টাকা মূল্যের চেইন চুরি করে ২৯ হাজার টাকায় বিক্রি করে দেয়। আমরা চোরদের সনাক্ত করে ধরতে সক্ষম হয়েছি। এ বিষয়ে কলাপাড়া থানায় একটি মামলা হয়েছে। চেইন উদ্ধারের চেষ্টা চলছে।
© Deshchitro 2024