|
Date: 2025-01-29 02:54:44 |
অমর একুশে বইমেলায় আসছে লেখক ও ঔপন্যাসিক খায়রুজ্জামান খান সানির চতুর্থ উপন্যাস 'কফির টেবিলে কফিনের সাক্ষাৎ'। উপন্যাসটি জ্ঞানকোষ প্রকাশনী থেকে থেকে প্রকাশিত হয়েছে। বই মেলায় রোমান্টিক থ্রিলার ধাঁচের এই উপন্যাস জ্ঞানকোষ প্রকাশনীর প্যাভিলিয়ন নং- ২৪ এ পাওয়া যাবে।
উপন্যাস সম্পর্কে খায়রুজ্জামান খান সানি বলেন, ‘জীবনের সবকিছুর শেষ হয় কি? একটা প্রশ্ন করেছিলাম! হয় না বোধয় আরও কিছু কথা থেকে যায়, থেকে যায় আক্ষেপ, অপেক্ষা। জীবনের প্রতিটি মূহুর্তে গল্পেরা নেয় ভিন্ন ভিন্ন মোড়। অতঃপর কিছু উত্তর খুঁজে যাই পাবো না জেনেও। অনেক সময় যে মানুষটা সুখকর অনুভূতি তৈরি করেছিলো সে মানুষটি একটা সময় পর দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। কফির টেবিল থেকে কফিনের সাক্ষাৎ করিয়ে থাকে। স্মৃতি মুছতে গিয়ে মুছে ফেলি নিজের অস্তিত্ব। লিখে ফেলি গোটা কয়েক পাতা অপূর্ণতার সংলাপ। আশা করছি পাঠকও সেই সংলাপে জড়িয়ে যাবেন।’
প্রসঙ্গত, খায়রুজ্জামান খান সানির জন্ম গোপালগঞ্জের কাঠি গ্রামে। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের অধ্যয়নরত শিক্ষার্থী। এর আগে লেখকের প্রথম উপন্যাস “কনীনিকা” একুশে বইমেলা ২০২১ সালে প্রকাশের মাধ্যমে আত্মপ্রকাশ করেন। এছাড়া 'যেখানে স্মৃতিরা বেঁধেছিল' এবং 'কী চাও? স্মৃতির মরণ'- তাঁর উল্লেখযোগ্য দুটি উপন্যাস। যা পাঠক হৃদয় ছুঁয়ে গিয়েছিল।
উল্লেখ্য, তাঁর যৌথ কাব্যগ্রন্থ জলতরঙ্গ-২ প্রকাশিত হয়েছে। এছাড়া তিনি বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় নিয়মিত কলাম, প্রবন্ধ ও কবিতা লেখেন।
© Deshchitro 2024