দিনাজপুর ৬আসনের(ঘোড়াঘাট,হাকিমপুর,বিরামপুর,নবাবগঞ্জ) সাবেক সংসদ সদস্য শিবলী সাদিকের গরুর খামারি বিপ্লব মিয়াকে(২৬)  আগ্নেয়াস্ত্রসহ আটক করেছে যৌথবাহিনী।
মঙ্গলবার (২৮ জানুয়ারি)ভোরে নবাবগঞ্জ উপজেলার পিকনিক স্পট স্বপ্ন পুরির পাশে আজিবর পাড়া থেকে তাকে আটক করা হয়।
এসময় তার কাছ থেকে একটি ৯এম এম পিস্তল,১১রাউন্ড গুলি,একটি ম্যাগজিন ও একাধিক দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয় ।
 আটক বিপ্লব নবাবগঞ্জ উপজেলার আজিবর পাড়া এলাকার আহাদ আলীর ছেলে।সে দীর্ঘদিন ধরে আওয়ামী সমর্থিত সাবেক সংসদ সদস্য শিবলী সাদিকের গরুর খামারে শ্রমিক হিসেবে কাজ করে আসছিলেন।
নবাবগঞ্জ থানা সুত্রে জানা যায় সেনাবাহিনীর সেভেন হর্স ইউনিটের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মশিহউদ্দিন আহমেদ,মধ্য পাড়া আর্মি ক্যাম্পের অধিনায়ক রায়হান উল হাসান,নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান এবং নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মতিনসহ পুলিশ সদস্যদের নিয়ে যৌথবাহিনীর রাতভর এ অভিযান পরিচালিত হয়।
নবাবগঞ্জ থানার ওসি আব্দুল মতিন বলেন আটককৃত ব্যক্তি বিপ্লবের দেয়া স্বীকারোক্তি অনুযায়ী উপজেলার শিবপুর এগ্রো ফার্মের ভেতর গরুর খামারের উওরে পুকুরের পাড় সংলগ্ন  আমবাগান ও বড়ই বাগানের মধ্যবর্তী স্থানে অবস্থিত মেহগনি গাছের গোড়া থেকে একটি ৯ মিলিমিটার পিস্তল,১১রাউন্ড গুলি ও একটি খালি ম্যাগজিন উদ্ধার করা হয়।
আটক বিপ্লব মিয়ার বিরুদ্ধে নবাবগঞ্জ থানায় অস্ত্র আইনে একটি মামলা করা হয়েছে ।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024