|
Date: 2025-01-29 14:19:47 |
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের সিন্দুরখান ইউনিয়নের হুগলিয়া অবস্থিত হাজী মনছব উল্লাহ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান বুধবার (২৯ জানুয়ারি) বেলা ২টায় স্কুলের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি ও সিন্দুরখান ইউনিয়নে চেয়ারম্যান ইয়াছিন আরাফাত রবিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দিলীপ কুমার বর্ধন।
বিশেষ অতিথি ছিলেন বর্মাছড়া টি গার্ডেন স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মো: জহির আলী, হুগলিয়া হাজী মনছব উল্লাহ উচ্চ বিদ্যালয়েে প্রধান শিক্ষক কামরুল হাসান, হুগলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ.স.ম ইসমাঈল হোসেন, হাজী মনছব উল্লাহ ইবতেদায়ী মাদরাসার প্রধান শিক্ষক মিসবাহ উদ্দিন জুবায়েরসহ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ ও স্কুলের শিক্ষক- শিক্ষিকাবৃন্দ।
অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
© Deshchitro 2024