|
Date: 2022-12-03 07:59:26 |
হিজবুত তাওহীদের এমাম হোসাইন মোহাম্মদ সেলিমের শিবপুরের ইটখোলায় আমগনকে প্রতিহত করেছে শিবপুরের তৌহীদি জনতা ও এলাকাবাসী। অদ্য ৩ ডিসেম্বর শনিবার সকাল ৯ টায় শিওবপুর উপজেলার ইটাখোলা বাসস্ট্যান্ড এলাকায় একটি অনুষ্ঠানে আসার কথা ছিল হিজবুত তাওহীদের এমাম সেলিম এর।
গতকাল থেকেই শিবপুরের আলেম ওলামাগন ধর্মপ্রান তৌহীদি জনতাদের বিভিন্ন মসজিদে, আলোচনায় হিজবুত তাওহীদের এমাম সেলিমের আগমনকে প্রতিহত করতে আহবান জানান। যেকোন মুল্যে এমাম সেলিমকে শিবপুরে আসা থেকে প্রতিহত করতে অনুরোধ করেন।
আজ সকাল থেকেই শিবপুর সহ নরসিংদীর আলেম ওলামা গন সহ ইটাখোলার জনসাধারণ ইটাখোলা বাস স্ট্যান্ড এ অবস্থান নিতে থাকে। যেকোন মুল্যে হিজবুত তাওহীদ এর এমাম সেলিমকে ইটাখোলায় আসা থেকে তারা প্রতিহত করতে চাই। আলেম ওলামাগন ও তোহীদি জনতারা বলেন প্রয়োজনে রক্ত দেব তবু ইটাখোলার এই পবিত্র মাটিতে আসা থেকে হিজবুত তাওহীদের এমাম সেলিম কে প্রতিহত করা হবে।
© Deshchitro 2024