চৌদ্দগ্রামের শ্রীপুর ইউনিয়নের চৌমুহনী মডার্ণ স্কুল এন্ড মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে আগামী ৩১ জানুয়ারি শুক্রবার সকালে স্থানীয় মজিবুল হক উচ্চ বিদ্যালয় মাঠে এক বিশাল তাফসিরুল কোরআন মাহফিল অনু্ষ্ঠিত হবে। মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রিয় নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য ডাঃ সৈয়দ আবদুল্লাহ মোঃ তাহের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রিয় সহকারী সেক্রেটারি মাওহ আবুল হাসনাত মোঃ আবদুল হালিম। প্রধান আলোচক হিসেবে তাফসীর পেশ করবেন প্রখ্যাত মুফাসসির ও বিশিষ্ট ইসলামিক স্কলার মুফতি আমির হামজা। বিশেষ আলোচক হিসেবে তাফসীর পেশ করবেন সাভার বাসস্ট্যান্ড কেন্দ্রিয় জামে মসজিদের খতীব মাওঃ ইয়াহিয়া তাকী। মাহফিল প্রস্তুতি উপলক্ষে বুধবার (২৯ জানুয়ারী)সন্ধ্যায় মজিবুল হক উচ্চ বিদ্যালয় মাঠে সাংবাদিকদের ব্রিফিং করেন জামায়াতে ইসলামী চৌদ্দগ্রাম উপজেলা সেক্রেটারি মু. বেলাল হোসাইন ও মাহফিল ব্যাবস্হাপনা কমিটির সভাপতি মোঃ মনির হোছাইন মজুমদার। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুল হাকিম, উজিরপুর ইউনিয়ন সভাপতি মাওঃ আবুল হাশেমশ্রীপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ শাহ আলম প্রমুখ।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024