
বাংলাদেশের যাত্রীপরি সেবায় বিভিন্ন যানবাহন ব্যবহৃত হয়ে থাকে। স্কুল -কলেজ, বিশ্ব বিদ্যালয়ের শিক্ষার্থীরা, অফিস আদালতে কর্মরত বিভিন্ন ব্যক্তিবর্গ, শ্রমজিবীসহ নানা শ্রেণিপেশার মানুষের বেশিরভাগ মানুষই যাতায়াতের জন্য জন্য গণপরিবহন ব্যবহার করেন। লোকাল বাস গুলো যাত্রী সেবায় আদর্শ সেবা দিতে পারেনি ।
যাত্রীসেবায় লোকল বাস বেশ জনপ্রিয় হলেও, কিন্তু বর্তমানে দেখা যায় অতিরিক্ত যাত্রী পরিবহন জনগনের দুর্ভোগের কারণ।
দিনের পর দিন সমস্যা প্রকট ভাবে বৃদ্ধি পাচ্ছে।
বাসের প্রতিটি সীট পরিপূর্ণ থাকার পরেও চালকের সহকারী , চাপাচাপি করে যাত্রী উঠায়।
অর্থাৎ, বাসের দুই পাশের সকল সীট ভরে মাঝে চলাচলের রাস্তাটাও চাপাচাপি করে দাঁড়িয়ে থাকে যাতায়াত করতে হয় অসংখ্য যাত্রীকে।
যার ফলস্বরূপ যাত্রী নামা - উঠায় ভোগান্তি।
আবার দেখা যায় তাদের যাত্রী উঠানোতে প্রতিযোগিতা করে জায়গায় জায়গায় গাড়ি থামায়। যার ফলে যানযট সৃষ্টি হয়ে থাকে । এটা অনেক সময় দূর্ঘটনার কারণ হয়ে যায়।
লোকাল বাসের ড্রাইভার, চালকের সহকারী এদের ব্যবহার খুব ভালো নয়। অতিরিক্ত ভাড়া আদায়, মহিলাদের সাথে বাজে ব্যবহার ইত্যাদি হরহামেশাই দেখা যায়।
উপরিউক্ত সমস্যা সমাধানে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। তার পাশাপাশি আমাদের সকলের সুন্দর মানসিকতা ও সচেতনতা প্রয়োজন। আমাদের মনে রাখতে হবে - অতিরিক্ত যাত্রী হয়ে যানবাহলে চলাচল বিশৃঙ্খলা ও জন দুর্ভোগের কারণ।
সজিব হোসেন
শিক্ষার্থী বাংলা বিভাগ, ঢাকা কলেজ।