
নীলফামারীর ডোমারে ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত পরিসংখ্যানবিদ সহ ৬ জনের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০শে জানুয়ারী) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- ডোমার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ রায়হান বারী।
স্বাস্থ্য সহকারী আনজারুল হক মিলনের সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন- উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (ডিজিজ কন্ট্রোল) ডাঃ মোঃ কামরুল হাসান নোবেল, স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ আল-আমিন রহমান, স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) মোঃ সাদেকুজ্জামান, মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) মোঃ হাবিবুর রহমান সিদ্দিকী, সিনিয়র স্টাফ নার্স (ইনচার্জ) আক্তার বানু, সিএইচসিপি জিয়াউর রহমান জিয়া, ভাণ্ডার রক্ষক কাজী আনোয়ার হোসেন প্রমুখ।
এছাড়া বিদায়ী পরিসংখ্যানবিদ লায়লা ইয়াসমিন চৌধুরী, মেডিকেল টেকনোলজিস্ট (রেডিওগ্রাফি) বিশ্বজিৎ কুমার মন্ডল, স্বাস্থ্য পরিদর্শক মোঃ কামরুজ্জামান, স্বাস্থ্য সহকারী জান্নাতুল ফেরদৌস, নিলুফা বেগম ও কামরুন নাহার প্রমুখ সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিদায়ী কর্মকর্তা-কর্মচারীদের অবসরকালীন জীবনের মঙ্গল কামনা করেন অতিথিরা। পরে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে বিদায়ীদের মাঝে সম্মাননা স্মারক ও উপহার প্রদান করা হয়।