ট্রাক চাপায় পিষ্ঠ হয়ে স্কুল ছাত্রের মৃত্যু। (বগুড়া জেলা ভ্রাম্যমাণ প্রতিনিধি মোঃ আশরাফুল ইসলাম)ঃ বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায় কিন্ডার গার্ডেন স্কুলের ১ম শ্রেণির ছাত্র মাটি কাটা ট্রাক চাপায় মর্মান্তিক ভাবে মৃত্যু বরণ করেছে। জানা গেছে, গত বুধবার বেলা ১১ ঘটি কার সময় শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের কৃষক আইডিয়াল স্কুলের ১ম শ্রেণির ছাত্র, বেলাই (কেকার পাড়া) গ্রামের ফিরোজ প্রামানিকের ছেলে মোস্তাফিজুর রহমান মানিক (৭), প্রতিদিনের ন্যায় স্কুল ছুটির পর রিক্সা যোগে বাড়ি যাওয়ার পথে কিচক ইউনিয়ন পরিষদের সম্মুখে পৌছালে রিক্সা থেকে নামার পর আকস্মিক ভাবে ইট ভাটায় মাটি পরিবহনের ট্রাক স্বজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। আহত ছাত্র কে গুরুত্বর অবস্থায় প্রথমে বগুড়া শজিমেকে ও পরে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য নিয়ে গেলে রাত ১.৩০ ঘটিকার সময় মৃত্যু বরন করেন। এ ব্যাপারে আইডিয়াল স্কুলের পরিচালক মেহেদী হাসান, প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) আব্দুল হান্নান শিশুটির মৃত্যু নিশ্চিত করেছেন। শিশুটির অকাল মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ট্রাক টি আটকের জন্য উপজেলা প্রশাসন ব্যাপক তৎপরতা চালাচ্ছে ও পরিবারের পক্ষ থেকে ট্রাক ড্রাইভারের বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024