২০২৪-২৫ সেশনেরএমবিবিএস ভর্তি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জন করায় শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন ও সংবর্ধনা প্রদান করেন।  ঠাকুরগাঁও সরকারি কলেজের সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর মোছাম্মৎ জিন্নাতুন নাহার। এসময় উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও অন্যান্য শিক্ষা ক্যাডার সদস্যবৃন্দ। এ পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী ১৯ জন ভবিষ্যৎ ডাক্তারকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।  

এ বছর ২০২৫ সালে ২০২৪--২০২৫ শিক্ষাবর্ষে মেডিকেল (M.B.B.S) ভর্তি পরীক্ষায় ঠাকুরগাঁও সরকারি কলেজ থেকে যেসব শিক্ষার্থীরা মেধা তালিকা চান্স পেয়েছে তারা হলো: 

1.আব্দুল করিম( মুগদা মেডিকেল, ঢাকা)

2.নাজমুল (রংপুর মেডিকেল)

 3.জব্বার (রাজশাহী মেডিকেল )

4.বিধান (রাজশাহী মেডিকেল)

5.স্নেহা (মাগুরা মেডিকেল)

6 মিম (যশোর মেডিকেল)

7.শ্রাবনী (রংপুর মেডিকেল)

8.আবু সাঈদ (চাঁদপুর মেডিকেল)

9.মুন (বগুড়া মেডিকেল কলেজ)

10. ইতি (হবিগঞ্জ মেডিকেল কলেজ)

11. সাবাব (পটুয়াখালী মেডিকেল)

12.তামান্না (নীলফামারী মেডিকেন কলেজ)

13.নাহিদ (সোহরাওয়ার্দী মেডিকেল )

14.আহসান (নওগাঁ মেডিকেল কলেজ )

15. মিতু ( জামালপুর মেডিকেল )

16. নিশাত (নীলফামারী মেডিকেল)

17. অহনা (জামালপুর মেডিকেল)

18. প্রাপ্তি (সিলেট মেডিকেল)

19. অনিবেশ (দিনাজপুর মেডিকেল কলেজ দিনাজপুর) 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024