সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে টানা‌ দ্বিতীয় দিনের অনশন কর্মসূচিতে  আজ শুক্রবার  (৩১ জানুয়ারি) অনশনরত শিক্ষার্থীসহ শতাধিক শিক্ষার্থী সড়কে জুমার নামাজ আদায় করেন। কলেজের ফটকের সামনের সড়কের এক পাশে জুমার নামাজ আদায় করেন তারা।


 বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) রাতে  তিতুমীর ঐক্যের অফিসিয়াল ফেসবুক পেজে এ ঘোষণা দেন শুক্রবারের জুমার নামাজ আদায় করার ।


অনশনকারী শিক্ষার্থীরা বলেন, আমরা সড়কে দিন-রাত অবস্থান করছি এবং এখানে জুমার নামাজ আদায় করেছি। যতক্ষণ পর্যন্ত তিতুমীর কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় ঘোষণা করা না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের কর্মসূচি প্রত্যাহার করব না‌ ।


এর আগে গতকাল রাতে তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় দাবিকে কেন্দ্র করে সড়ক অবরোধ করছিলেন অনশনে থাকা কিছু শিক্ষার্থী অসুস্থ হলে প্রতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা  ছুটে আসেন তিতুমীর কলেজে ।

শিক্ষার্থীরা  বিশ্ববিদ্যালয়ের  যৌক্তিক দাবি উপস্থাপনা করলে  মন্ত্রণালয়ের  যুগ্ন শিক্ষা সচিব (মো. নুরুজ্জামান) জানান‌, তিতুমীর বিশ্ববিদ্যালয় প্রস্তাবনা অবশ্যই যোক্তিক তিনি এ দাবির সাথে‌ একমত । 

 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024