বানিয়াচংয়ে বরেণ্য কণ্ঠশিল্পী প্রয়াত সুবীর নন্দীর ৬৯তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। গত শুক্রবার (২ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সেমিনার কক্ষে কেক কাটা,আলোচনা ও সুবীর নন্দীর গাওয়া গান গেয়ে জন্মবার্ষিকী পালন করা হয়।


সুবীর নন্দীর বন্ধু বানিয়াচংয়ের প্রবীণ সঙ্গীত শিক্ষক তাপস কৃষ্ণ মহারত্ন সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর জাতীয় পরিষদ সদস্য ও বানিয়াচং প্রেসক্লাবের সভাপতি ইমদাদুল হোসেন খান,বাংলাদেশ টেলিভিশনের তালিকাভূক্ত কণ্ঠশিল্পী ও সময় টেলিভিশনের হবিগঞ্জ জেলার সাবেক ভিডিও জার্নালিস্ট একে আজাদ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কণ্ঠশিল্পী মুবাশ্বির আহমেদ তান্না, কবি ও সমাজকর্মী সৈয়দ মিজান উদ্দিন পলাশ, বানিয়াচং সুফিয়া-মতিন মহিলা কলেজের সাবেক প্রভাষক সামায়ূন ঠাকুর, উদীচী বানিয়াচং শাখার সাধারণ সম্পাদক ও বানিয়াচং প্রেসক্লাবের ক্রীড়া এবং সাংস্কৃতিক সম্পাদক রিতেষ কুমার বৈষ্ণব, কণ্ঠশিল্পী জাবির আহমেদ, শান্তা দেব ক্ষমা, আব্দুল জলিল, জাহাঙ্গীর আলম সুমন ওরফে সুমন বাউলিয়ানা প্রমূখ।

পরে সম্মিলিতভাবে কেক কাটা হয় এবং উপস্থিত কণ্ঠশিল্পীগণ সুবীর নন্দীর গাওয়া গান পরিবেশন করেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2023