সরকারী তিতুমীর কলেজের শিক্ষার্থীরা শুক্রবারের বিক্ষাভ কর্মসূচিকে কেন্দ্র করে (৩১ জানুয়ারি) আজ রাত সাড়ে নয়'টা গুলশান -১ ব্লক করে  বিক্ষোভ করছেন বিশ্ববিদ্যালয়ের দাবিতে।

তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে বিগত ২৮ বছর ধরে দাবি জানিয়ে আসতেছে কলেজটির  সাধারণ শিক্ষার্থীরা। গত( ২৯ জানুয়ারি )সন্ধা ছয়টা থেকে কলেজটির শিক্ষার্থীরা আমরণ অনশন পালন করে আসছিলো সারারাত আমরণ অনশন কর্মসূচি পালন করার পর ও রাষ্টীয় পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি বলে জানিয়েছেন শিক্ষার্থীরা । 

এদিকে কলেজের এক শিক্ষার্থী (রানা ২০-২১ ) শিক্ষাবর্ষ অনশনে থাকার কারণে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ ।

শিক্ষার্থীরা আজ জুমার নামাজ আদায় করার পর বিকাল তিনটার পর এই কর্মসূচি অব্যাহত রেখেছে বর্তমান শিক্ষার্থীদের অসুস্থতা কে কেন্দ্র করে এই আন্দোলন বেগমান হয়ে উঠেছে,  বর্তমানে আন্দোলনকারী শিক্ষার্থীরা গুলশান-১ ব্লক করে স্লোগান দিয়ে যাচ্ছে ।

 স্লোগান গুলো হলো - 

• তিতুমীরে শিক্ষার্থী মরে প্রশাসন কি করে ?

•সিন্ডিকেটের গদিতে আগুন জ্বালো এক সাথে ।

•অধিভুক্তি না স্বতন্ত্র? স্বতন্র স্বতন্ত্র  ।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024