|
Date: 2025-02-01 01:18:26 |
ফুলতলায় সড়ক দুর্ঘটনায় অভয়নগরের ১ জন নিহত ও একই পরিবারের ৫ জন আহত
শুক্রবার (৩১ জানুয়ারী) বিকাল ৩টায় ফুলতলার অদুরে যশোর-খুলনা মহাসড়কে বর যাত্রীর প্রাইভেটকার ও সিএনজি মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানা যায়। এদের মধ্যে অভয়নগরের ধোপাদী গ্রামের কৃষ্ণ পালের একমাত্র পুত্র সৌমিক পাল নিহতের খবর পাওয়া গেছে। অন্যদিকে অভয়নগরের পুড়াখালী গ্রামের হানিফ মোল্যার ছেলে ফারুক মোল্যা(৪০) স্ত্রী সিরিনা(৩০), বড় ছেলে মেহেদি হাসান (১১), মেয়ে রোজায়না (৯), ও ১১ মাসের শিশু কন্যা তাহেরা একই পরিবারের পাঁচজন আহতের খবর পাওয়া গেছে ।জানা যায়, তারা নিজ গ্রাম থেকে সপরিবারে খুলনায় শ্বশুর বাড়ি যাচ্ছিলেন, পথিমধ্যে বর যাত্রীর প্রাইভেট কারের সঙ্গে তাদের বাহন সিএনজির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন, এখন তারা খুলনা আড়াইশো বেড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন আহত ফারুকের ভাই মারুফ মোল্যা।
© Deshchitro 2024