“সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ”- এ প্রতিপাদ্যে রংপুরের পীরগাছা উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ১৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে এ সভার কার্যক্রম অনুষ্ঠিত হয়।
কালব এর সহযোগিতায় ও উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের চেয়ারম্যান জিল্লুর রহমানের সভাপতিত্বে এতে অতিথি ছিলেন কালব এর ভাইস চেয়ারম্যান লায়লা আখতার মোতালেব, সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আলী জিন্নাহ, কাল্ব এর রংপুর জেলা সাবেক ব্যবস্থাপক উজ্জ্বল কুমার মিত্র, উপজেলা প্রাথমিক শিক্ষক ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান আতিয়ার রহমান, রংপুর ক্লাস্টার প্রতিনিধি পরিষদের চেয়ারম্যান আলীমুল রেজা খাঁন জুয়েল, পীরগাছা ক্লাস্টার প্রতিনিধি পরিষদের চেয়ারম্যান কাঞ্চন মানিক কাজল, পীরগাছা উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সেক্রেটারী আব্দুর রশিদ সরকার, ডিরেক্টর খন্দকার শামসুল হক, আবুল কালাম আজাদ, ট্রেজারার মাসুদুল হক সহ জেলা ও উপজেলার ক্রেডিট ইউনিয়নের বিভিন্ন নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন ক্রেডিট ইউনিয়নের সদস্যরা। পরে ক্রেডিট ইউনিয়নের শ্রেষ্ঠ সদস্য ও তাদের এসএসসি-এইচএসসি পরীক্ষায় জিপিএ ফাইভ প্রাপ্ত ছেলেমেয়েদের পুরস্কার প্রদান করা হয়। 
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024