|
Date: 2025-02-01 14:27:33 |
ড. মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত অন্তর্র্বতীকালীন সরকারকে অবৈধ আখ্যা দিয়ে প্রধান উপদেষ্টার পদত্যাগের দাবিতে বাংলাদেশ আওয়ামী লীগের ঘোষিত আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরায় লিফলেট বিতরণ ও বিক্ষোভ মিছিল করেছেন দলটির নেতাকর্মীরা।
কর্মসূচির প্রথম দিন শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল ৭টায় নেতাকর্মীরা সাতক্ষীরা জেলা আওয়ামী লীগ পরিবারের ব্যানারে সুলতানপুর বড় বাজারে লিফলেট বিতরণ ও সড়কে বিক্ষোভ মিছিল করেন।
দুপুরে বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে লিফলেট বিতরণ ও বিক্ষোভ মিছিলের বেশ কিছু ভিডিও এবং ছবি পোস্ট বিষয়টি নিশ্চিত করা হয়। প্রকাশিত ওই ছবি ও ভিডিওতে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক ওয়াহিদ পারভেজ, সাতক্ষীরা জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল আলম বিবিসি, জেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক মারুফ সহ বেশ কিছু নেতাকর্মীকে সকালে সুলতানপুর বড় বাজারে ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ এবং বিক্ষোভ মিছিলে অন্তর্র্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুসের পদত্যাগের দাবিতে স্লোগান দিতে দেখা যায়।
লিফলেট বিতরণ ও বিক্ষোভ মিছিলের এক পর্যায়ে পুলিশ ও র্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে কৌশলে ছত্রভঙ্গ হয়ে যান কর্মসূচিতে অংশগ্রহণ করা আওয়ামী লীগের নেতাকর্মীরা।
এদিকে বর্তমান প্রেক্ষাপটে দলটির চলমান সংকটময় পরিস্থিতিতেও জেলায় বাংলাদেশ আওয়ামী লীগের কর্মসূচি পালনের ঘটনা সাতক্ষীরার পুলিশ-প্রশাসনে ব্যপক উত্তাপ ছড়িয়েছে বলে একাধিক সূত্র জানিয়েছে।
© Deshchitro 2024