গৃহায়ন, গণপূর্ত ও শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, দীর্ঘ সাড়ে পনের বছরের ফ্যাসিবাদী শাসনের  পতন ঘটিয়ে  আজকের এই নতুন  বাংলাদেশে আমরা দাঁড়িয়ে আছি। আমাদের যেন প্রতিনিয়ত মনে থাকে যে, পাঁচই আগস্ট যেই ঐক্য রচিত হয়েছিল, সে ঐক্য যেন কোন অবস্থাতেই কোন শক্তি ভেঙে দেওয়ার চেষ্টা না করতে পারে। আমাদের যেন এই কথা মনে থাকে যে, যে কোন দুর্বলতার সুযোগে ফ্যাঁসিবাদ ফিরে আসার চেষ্টা করতে পারে।

আমাদের  মনে রাখতে হবে  গণ মানুষের এ  ঐক্য বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে। 


চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) উদ্যোগে এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেশিয়াম মাঠে অমর একুশে বই মেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 


 সিটি মেয়র ডা.শাহাদাত হোসেন এর সভাপতিত্বে বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন ও চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি মোঃ আহসান হাবীব পলাশ, চসিক নির্বাহী কর্মকর্তা ও একুশে বইমেলার আহ্বায়ক শেখ মুহাম্মদ তৌহিদুল ইসলামসহ প্রমূখ বক্তৃতা করেন।


 ১ ফেব্রুয়ারি (শনিবার) উদ্বোধন হওয়া ২৬ দিনব্যাপী এ বই মেলা শেষ হবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৯টা এবং ছুটির দিনগুলোতে সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত সবার জন্য মেলা উন্মুক্ত থাকবে।


 বইমেলাকে ঘিরে রবীন্দ্র উৎসব, নজরুল উৎসব, লেখক সমাবেশ, যুব উৎসব, শিশু উৎসব, মুক্তিযুদ্ধ উৎসব, ছড়া উৎসব, কবিতা উৎসব, মাতৃভাষা দিবস ২১ ফেব্রুয়ারির আলোচনা, লোক উৎসব, তারুণ্য ও ছাত্র সমন্বয় উৎসব, নারী উৎসব, বসন্ত উৎসব, মরমী উৎসব, আবৃত্তি উৎসব, নৃগোষ্ঠী উৎসব, পেশাজীবি সমাবেশ, কুইজ প্রতিযোগিতা, চাটগাঁ উৎসবসহ নানা আয়োজন রাখা হয়েছে।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024