নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটিতে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘সমাজ গড়ি ফাউন্ডেশন’-এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১লা ফেব্রুয়ারী) সকালে উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের বিওপি বাজার এলাকায় ফাউন্ডেশনটির উদ্বোধন উপলক্ষ্যে মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন- চিলাহাটি সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আ ত ম জহিরুল ইসলাম। রংপুর ফার্স্ট কিওর হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুল ইসলাম প্রধান চাঁদের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ১নং ভোগডাবুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রেয়াজুল ইসলাম কালু, সাবেক চেয়ারম্যান মোঃ মুরাদ আলী প্রামাণিক, ২নং কেতকীবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রাকিব আহসান প্রধান, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর জলিল শাহিন, সমাজসেবক এটিএম জাফর সিদ্দিক লুলু, চিলাহাটি মার্চেন্টস উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবিদ হাসান প্রধান পলাশ, গোমনাতী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ফরিদুল ইসলাম রিমুন, সমাজসেবক মহব্বত হোসেন বাবু, ডাঃ শাকিল আহম্মেদ, প্রকৌশলী তানিশা প্রধান নওশীন প্রমুখ। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুধী সমাজের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। ফাউন্ডেশনের ব্যাপারে প্রতিষ্ঠাতা ও প্রধান উদ্যোক্তা জাকির হোসেন প্রধান মিলন বলেন, আমার আমেরিকা প্রবাসী বন্ধুবান্ধবদের দেখে একটি সংগঠন গড়তে উদ্বুদ্ধ হয়েছি। মেধাবী ও প্রতিভাবানদের সহায়তায় সমাজের বিভিন্ন স্তরের মানুষের স্বাস্থ্যসেবা, খেলাধুলা, বিনোদন, কম্পিউটার প্রশিক্ষণ, ইন্টারনেট সেবা, ধর্মীয় চর্চা, সামাজিক সচেতনতা, সেলাই প্রশিক্ষণ সহ কারুপণ্য, কুটির শিল্প ও হস্তশিল্পে এগিয়ে নিতে কাজ করবে ফাউন্ডেশনটি।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024