সাতক্ষীরা আশাশুনিতে পুলিশের বিশেষ অভিযানে একজন সবেক ইউপি চেয়ারম্যান ও ৫ জন সাজাপ্রাপ্ত আসামীসহ ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।


শনিবার সকাল থেকে রোববার ভোর পর্যন্ত উপজেলার বিভিন্নস্থানে উক্ত অভিযান পরিচালনা করা হয়।


গ্রেপ্তারকৃতরা হলেন দরগাহপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা জমির উদ্দিন গাজী (৪৭), মৃত তফিল উদ্দিন গাজীর ছেলে আওয়ামী লীগ কর্মী জিএম শহিদুল ইসলাম সিদ্দিক (৫০)।


দশ পিস ইয়াবাসহ গ্রেপ্তার হন আশাশুনি সদরের আব্দুল ওহাব সরদারের ছেলে আজিজুল ইসলাম (৩০)।


এছাড়া সিআর সাজাপ্রাপ্ত আসামী চেচুয়া গ্রামের মৃত বিল্লাল সরদারের ছেলে আব্দুল হামিদ (৬৫), জামালনগর গ্রামের আবুবক্কার সিদ্দিক এর ছেলে আব্দুস সাত্তার (৩০), একই গ্রামের আব্দুস সালাম সরদারের ছেলে শাহিনুর সরদার (৩৫) বুুড়িয়া গ্রামের মৃত কিনা শেখ এর ছেলে মাসুম শেখ (৩০), খরিয়াটি গ্রামের মনসেপ গোলদারের ছেলে আতিয়ার গোলদার (৫৫)।


থানার অফিসার ইনচার্জ নোমান হোসেনের নেতৃত্বে ইন্সপেক্টর তদন্ত আবদুল ওয়াদুদ, এসআই আব্দুর রশিদ, শাখাওয়াত হোসেন, রাজিব মন্ডল, লিটন মল্লিক, অনাথ মিত্র, এএসআই আশিকুর রহমান, আব্দুস সালাম, জাকির হোসেন, আবুল হাসানসহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় এসব অভিযান পরিচালনা করা হয়।


গ্রেপ্তারকৃত আসামীদের আজ রবিবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024