রাজবাড়ীতে নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে আলোচনা সভা। রাজবাড়ীতে ''খাদ্য হোক নিরাপদ, সুস্থ থাকুক জনগণ"এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৮ম জাতীয় নিরাপদ খাদ্য দিবস-২০২৫ উপলক্ষ্যে ‘খাদ্যের নিরাপত্তা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ ফেব্রুয়ারি) বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কর্তৃক জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোছা: মিজ সুলতানা আক্তার ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস), শরীফ আল রাজীব। সভায় আরো উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য অফিসার আসিফুর রহমান , রাজবাড়ী সরকারি কলেজ, সিভিল সার্জন প্রতিনিধি, উপপরিচালক, সমাজসেবা অধিদপ্তর, রাজবাড়ী; জেলা খাদ্য নিয়ন্ত্রক, রাজবাড়ীসহ জেলা পর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ এবং রাজনৈতিক প্রতিনিধি, ব্যবসায়ী প্রতিনিধি, সাংবাদিকবৃন্দ ও সংশ্লিষ্ট অন্যান্যরা। উক্ত সভায় সভাপতিত্ব করেন জনাব মোঃ ইমরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), রাজবাড়ী। এ সময় জেলা নিরাপদ খাদ্য অফিসার জনাব মোঃ অসিফুর রহমান দিবসটির প্রতিপাদ্যর উপরে একটি ভিডিও প্রদর্শন করেন এবং একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন প্রদান করেন।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024