জয়পুরহাটে বিয়ের দুদিন আগে নিখোঁজ হওয়া মাহমুদুল পিপাস (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২ ফেব্রুয়ারি) সদরের ধারকি শতিঘাটা তুলশী গঙ্গা নদীর পাড়ে থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মাহমুদুল জেলার আক্কেলপুর উপজেলার রুকিন্দীপুর গ্রামের মৃত মাহবুবুর রহমানের ছেলে। সে জয়পুরহাট শহরে ঔষধ কোম্পানিতে চাকরি করতো। বর্তমানে জয়পুরহাট শহরের ধানমন্ডি এলাকায় ভাড়া থাকতো। জানা যায়, দুপুর ১২টার দিকে এক নারী গাছের পাতা কুড়াতে গিয়ে গাছের সঙ্গে ঝুলন্ত মরদেহ দেখতে পায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে জয়পুরহাট ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। পুলিশ ও নিহতের পরিবার জানায়, গত শুক্রবার তার বিয়ের দিন ধার্য্য ছিল। এর দুদিন আগে গত ২৯ জানুয়ারি সকালের দিকে সে বাড়ি থেকে বের হয়ে যায়।  এরপর সে আর বাড়ি ফিরে নাই। তার মোবাইল ফোনেও যোগাযোগের চেষ্টা করেও সন্ধান মিলেনি।  এ ঘটনায় নিহতের বড় ভাই পরদিন জয়পুরহাট সদর থানায় একটি নিখোঁজের ডাইরি করেন। আজ রোববার সদর উপজেলার ধারকি শতিঘাটি এলাকায় তুলশী গঙ্গা নদীর পাড়ের নির্জন একটি বাগানে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। নিহতের বড় ভাই মাহবুবুর রহমান বলেন, তার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। নিহত পিপাসের বন্ধু শুভ হোসেন জানান, তার বন্ধু বিয়ের প্রস্ততি নিচ্ছিল। গত শুক্রবার তার বিয়ের দিন ছিল। এজন্য তিনি কমিউনিটি সেন্টারের ভাড়াও পরিশোধ করেছেন হঠাৎ করে তার বন্ধু বিয়ের দুদিন আগে নিখোঁজ হয়। আজ তার মরদেহ উদ্ধার হয়েছে। এটি একটি পরিকল্পিত হত্যা। এর সুষ্ঠু বিচার দাবি তার। জয়পুরহাট সদর থানার উপ-পরিদর্শক মাসুদ হোসেন জানান, এ ঘটনায়  ৩০ জানুয়ারি থানায় একটি নিখোঁজ ডাইরি হয়েছে। আজ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তে শেষে জানা যাবে মৃত্যুর কারণ। তবে বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024