মৌলভীবাজারের বড়লেখায়  ভারতীয় অবৈধ গরুভর্তি  একটি পিকআপ ভ্যানসহ দুই চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। উপজেলার উত্তর শাহবাজপুরের বিজিবি লাতু ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করে।

আটককৃতরা  হলেন- উপজেলার ইয়াকুবনগর গ্রামের মৃত আব্দুল মতলিবের ছেলে আব্দুর রহিম ও সীমান্তবর্তী কুমারশাইল গ্রামের আছার উদ্দিনের ছেলে জাকির হোসেন।

এ ব্যাপারে শনিবার রাতে বিজিবি লাতু ক্যাম্পের নায়েক মো. নূরুল আনোয়ার চোরাচালান প্রতিরোধ আইনে বড়লেখা থানায় মামলা করেছেন। রোববার বিকেলে থানা পুলিশ আটক দুই চোরাকারবারিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।

বিজিবি সূত্র জানিয়েছে, চোরকারবারিরা শনিবার দুপুরে ভারত থেকে অবৈধ গরুর একটি চালান নিয়ে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশ অভ্যন্তরে আসার গোপন সংবাদে বিজিবি লাতু বিওপির নায়েক মো. নূরুল আনোয়ারের  নেতৃত্বে টহল দল বিভিন্ন পয়েন্টে ওত পেতে থাকে। চোরাকারবারিরা সীমান্তের মেইন পিলার ১৩৬৯ দিয়ে গরুর চালান নিয়ে আসে। সীমান্তের এক কিলোমিটার বাংলাদেশ অভ্যন্তরে শ্রীধরপুর নামক এলাকায় পিকআপযোগে ৬টি অবৈধ ভারতীয় গরু নিয়ে যাওয়ার সময় বিজিবি পিকআপসহ অবৈধ গরুগুলো আটক করে। এসময় অজ্ঞাতনামা চোরাকারবারিরা পালিয়ে গেলেও এদের দুইজনকে আটক করতে সক্ষম হয় বিজিবি।

বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মেহেদী হাসান পিপিএম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি অভিযান চালিয়ে ৬টি ভারতীয় অবৈধ গরু ভর্তি একটি পিকআপ ভ্যান আটক করে। এসময় দুইজন চিহ্নিত চোরাকারবারিকে আটক করে শনিবার রাতে থানায় সোপর্দ করা হয়। আটক পিকআপসহ ৬ অবৈধ ভারতীয় গরুর সিজার মূল্য ২০ লাখ ৪০ হাজার টাকা। এব্যাপারে বিজিবি থানায় মামলা করেছে। 

বড়লেখা থানার ওসি মো. আব্দুল কাইয়ুম জানান, বিজিবির এজাহার অনুযায়ি বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেফতার আসামিদের রোববার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। উদ্ধার অবৈধ ভারতীয় গরুর বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024