|
Date: 2025-02-03 05:29:52 |
দীর্ঘ ১৪ বছর পর দেশে ফেরায় ফটিকছড়ি উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি ও বিএনপি নেতা নাছির উদ্দীন চৌধুরী বিপ্লবকে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের পক্ষ থেকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে।
চট্টগ্রাম জেলার নাজিরহাট থেকে বিশাল র্যালি বের করা হয়, যা শেষে উপজেলার হেয়াকোঁ বাজারে গণসংবর্ধনা সভায় পরিণত হয়।
সভায় হেয়াকোঁ বনানী কলেজের পরিচালনা পরিষদের এডহক কমিটির সভাপতি মোজাম্মেল হায়দার বাবুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারৈয়ারহাট কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ও সাবেক ছাত্রনেতা মো. শামীম ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন:সাবেক ছাত্রনেতা ও সাংবাদিক নুরুল ইসলাম
২নং দাঁতমারা ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক, শেখ মোঃ মনির হায়দার,অন্যান্য বক্তারা:
কামাল সিকদার, ওসমান, নাজিম উদ্দীন, গণি বাবুল, জয়নাল আবেদীন বাবুল, আবু মুসা জীবন, মনির উজ্জান লায়েজ, আজগর ছালেহীন, আব্দুল হালিম, মুসা বিন ফারুক,ইউছুপ, শহিদুল আলম, আব্দুর রাজ্জাক, মোজাম্মেল,মাছুম খন্দকার, সাকিল চৌধুরী রনি,শাহ মাসুম, জাহাঙ্গীর,সিরাজুল ইসলাম,নাছির, রাকিব প্রমুখ।
সাংস্কৃতিক অনুষ্ঠান:
আলোচনা সভা শেষে একটি জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে ব্যান্ড শো পরিবেশিত হয়। অনুষ্ঠানজুড়ে নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণে হেয়াকোঁ বাজার এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়
© Deshchitro 2024