|
Date: 2025-02-03 07:44:50 |
বিভিন্ন আচার অনুষ্ঠান পালনের মধ্য দিয়ে সোমবার আশাশুনির সর্বত্র হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে। সরস্বতী পূজা বিদ্যা ও সঙ্গীতের দেবী সরস্বতীর আরাধনাকে কেন্দ্র করে একটি অন্যতম উৎসব।শাস্ত্রীয় বিধান অনুসারে, মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়। এ তিথি বসন্ত পঞ্চমী নামেও পরিচিত। সোমবার সকাল ১০টা ২৫ মিনিট পর্যন্ত পঞ্চমী তিথি স্থায়ীত্ব ছিল। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ছাত্রছাত্রীদের বাসা ও পূজামন্ডপে আজ সকাল থেকে পূজা শুরু হয়। পূজা শেষে ভক্তরা পুষ্পাঞ্জলি ও প্রসাদ গ্রহন করেন। এদিন শিশুদের হাতেখড়িরও আয়োজন করা হয়।আশাশুনিতে আশাশুনি সরকারী কলেজ,বুধহাটা দ্বাদশ শিবকালী মন্দির,বুধহাটা সুবর্ণ বনিক পাড়া পূজা মন্দির,বুধহাটা বাহাদুরপুর ভূবনমোহন কলেজিযেট স্কুলে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে বিদ্যা ও শিল্পকলার দেবী সরস্বতীর পূজা অনুষ্ঠিত হয়। বূধহাটা দ্বাদশ শিবকালী মন্দিরে যুব সংঘের আযোজনে অনুষ্ঠিত পূজায় পৌরহিত্য করেন বাবু বিকাশ ব্যানার্র্জী।এসময় মন্দিরের সভাপতি সচ্চিদানন্দদে সদয়,সহসভাপতি প্রদীপ সাধু,সাধারন সম্পাদক অজয় পাইন,সদস্য গৌতম ব্যানার্জী প্রমুখ উপস্থিত ছিলেন।
© Deshchitro 2024