নওগাঁ ব্যানিজ্য মেলা থেকে বাড়ি ফেরার পথে আদমদীঘির সান্তাহারে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেল আরোহী কলেজ ছাত্র তিন বন্ধু নিহত ঘটনায় মামলা হয়েছে। আজ সোমবার (৩ ফেব্রুয়ারী) সকালে নিহত মিথুন প্রামানিকের বাবা মনজুর আলী বাদি হয়ে আদমদীঘি থানায় একটি মামলা দায়ের করেন। এঘটনায় ট্রাক চালক আলমগীর হোসেন (৪২) কে গ্রেপ্তার করেছে পুলিশ। সে নওগাঁর জেলার চক-জাফরাবাদ গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে। এর আগে গত রোববার (২ ফেব্রুয়ারী) রাত সাড়ে ৯টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কের আদমদীঘির সান্তাহার পৌরসভার বাঁশহাটি এলাকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন তিন বন্ধু। তারা হলেন, বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার কোনাইকী গ্রামের আব্দুর রহমানের ছেলে আল হোসাইন মন্ডল (১৯), একই এলাকার মাস্টারপাড়ার জিয়াউর রহমানের ছেলে শাহ নেওয়াজ (২০) ও কাহালু উপজেলার কাজিপাড়ার মনজুুর আলীর ছেলে মিথুন প্রামানিক (১৯)।

জানা যায়, গত রোববার বিকেলে তিনটি মোটরসাইকেলে ৯ বন্ধু মিলে নওগাঁ ব্যানিজ্য মেলায় ঘুরতে যান। রাতে মেলা থেকে দুপচাঁচিয়ায় তাদের বাড়িতে যাওয়ার সময় একটি মোটরসাইকেলে থাকা তিন বন্ধু আল হোসাইন, শাহ নেওয়াজ ও মিথুন প্রামানিক বগুড়া-নওগাঁ মহাসড়কের আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভার বাঁশহাটি এলাকা অতিক্রম করার সময় কোচ বাসকে ওভারটেক করতে গেলে সামনের দিক থেকে আসা ট্রাকের সাথে ধাক্কা লেগে সড়কে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিন বন্ধু। খবর পেয়ে নওগাঁ ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার কাজ করেন। 

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান জানায়, এঘটনায় আলমগীর হোসেন নামের এক ট্রাক চালককে গ্রেপ্তার করা হয়েছে। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024