|
Date: 2025-02-04 03:06:47 |
কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায় কৃষিজমির মাঠি কাটার দায় ও পুকুর ভরাটের অভিযোগে এক ব্যক্তিকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
গত রবিবার (২ ফেব্রুয়ারি ২০২৫) রাত ১০টা ৩০ মিনিটে উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মগলাল পাড়ায় স্থানীয় প্রশাসনের অভিযানে উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা শাহাদাত হোসেন ও কুতুবদিয়া থানার ওসি আরমান হোসেনের নেতৃত্বে একটি পুলিশ টিম স্থানীয় শামসুল হুদার পুত্র অভিযুক্ত জয়নাল (৩২)জমিতে অবৈধভাবে রাতের আধারে মাটি কেটে ও পুকুর ভরাটের কাজে জড়িত ছিলেন বলে প্রমাণ পাওয়া যায়।
উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা শাহাদাত হোসেন জানান, অভিযুক্ত তার অপরাধ স্বীকার করেছেন। বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা (সংশোধিত) আইন ২০২৩-এর ৭(ক) ধারা লঙ্ঘনের অভিযোগে তাকে ১৫(১) ধারা অনুযায়ী তাৎক্ষণিক ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয়। তিনি বলেন, "কৃষিজমি ও পরিবেশের ক্ষতিসাধনকারী যেকোনো অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসন শূন্য সহনশীলতা দেখাবে। এ ধরনের ঘটনায় কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে।"
স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, সম্প্রতি কৃষিজমি ও প্রাকৃতিক জলাধার ধ্বংসের মতো পরিবেশবিরোধী কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় জরুরি ভিত্তিতে নজরদারি বাড়ানো হয়েছে। এ ঘটনায় সাধারণ মানুষের মধ্যে প্রশাসনের দ্রুত পদক্ষেপের প্রতি ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমি ব্যবস্থাপনা আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে আগামীতেও কঠোর শাস্তিমূলক ব্যবস্থা অব্যাহত থাকবে।
© Deshchitro 2024