কুড়িগ্রাম জেলার উলিপুরের কাশারি ঘাট গ্রামে প্রশিক্ষণের সময়ে হার্ট এট্যাকে মৃত্যু বরণকারী সেনা সদস্য নাজমুল হুদাকে ৩ ফেব্রুয়ারী রাত ৭ টায় সামরিক মর্যাদায় দাফন করা হয়েছে। এ সময় সেনাবাহিনীর উর্ধতন কর্মকর্তা, তার সতীর্থরা ও স্হানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 
গত ২রা ফেব্রুয়ারী ময়মনসিংহ সেনানিবাসে প্রশিক্ষণের সময়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে দ্রুত তাকে সিএমএইচ নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কাশারি ঘাট গ্রামের নুর মোহাম্মদ মিয়ার কনিষ্ঠ সন্তান নাজমুল হুদা ব্যক্তিগত জীবনে এক সন্তানের জনক। তার সন্তানের বয়স ১৮ মাস। তিনি পবিত্র কোরআন শরিফের একজন হাফেজ। কিছুদিন আগে তার ব্যাচের ৪২০ জন সৈনিকের মধ্যে সেরা সৈনিকের মর্যাদা লাভ করেন।
তার মৃত্যুতে এলাকায় শোক ছায়া নেমে এসেছে। #

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024