|
Date: 2025-02-04 15:25:17 |
মিরসরাই প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাই উপজেলার কৃতি সন্তান সৈয়দ শাহাদাৎ হোসাইন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটি যুগ্ম-মহাসচিব হিসেবে পদোন্নতি পেয়েছেন। তিনি ইতিপূর্বে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও চট্টগ্রাম উত্তর জেলা জাতীয় পার্টির আহবায়ক হিসেবে দায়িত্বরত ছিলেন। তিনি মিরসরাই উপজেলার ১৫ নম্বর ওয়াহেদপুর ইউনিয়নের নিজামপুর রেল ষ্টেশন খোন্দকার গ্রামের ঐতিহ্যবাহী মরহুম মৌলভী সৈয়দ বদরুদ্দীন খোন্দকার বাড়ীর সন্তান। জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির মহাসচিব কাজী মোঃ মামুনুর রশিদ স্বাক্ষরিত পত্রে সৈয়দ শাহাদাৎ হোসাইন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটি যুগ্ম-মহাসচিব হিসেবে পদোন্নতির বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির মহাসচিব কাজী মোঃ মামুনুর রশিদ স্বাক্ষরিত পত্রে উল্লেখ করা হয়, 'সৈয়দ শাহাদাৎ হোসাইন শুভেচ্ছা নিবেন। জাতীয় পার্টির দলীয় গঠনতন্ত্রের প্রদত্ত ক্ষমতাবলে চেয়ারম্যানের অনুমোদনক্রমে আপনাকে যুগ্ম-মহাসচিব পদে পদোন্নতি প্রদান করা হয়েছে। আমরা আশা করি উক্ত পদে দায়িত্ব পালনকালীন সময়ে অতীতের ন্যায় সংগঠনকে গতিশীল করতে আপনি আরো সক্রিয় ভূমিকা পালন করবেন।'
সৈয়দ শাহাদাৎ হোসাইন বলেন, জাতীয় পার্টি একটি নিরাপদ রাজনৈতিক দল। এখানে খারাপ লোকের স্থান নেই। আমাদের দল সাধারণ মানুষের দল। আমাদের দলকে সমর্থন দিলে আমরা সুষ্ঠধারার রাজনীতি জনগণকে উপহার দিতে পারবো। আমি চট্টগ্রাম নগরী, চট্টগ্রাম উত্তর জেলা ও চট্টগ্রাম দক্ষিন জেলা সর্বোপরি জাতীয় পার্টি চট্টগ্রাম বিভাগকে ঢেলে সাজানোর জন্য কাজ করবো। আমাকে যুগ্ম-মহাসচিব হিসেবে পদোন্নতি করায় আমি কৃতজ্ঞতা জানাচ্ছি জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির মহাসচিব কাজী মোঃ মামুনুর রশিদসহ সংশ্লিষ্ট সকলের প্রতি।
© Deshchitro 2024