|
Date: 2025-02-05 12:41:39 |
নন্দীগ্রাম বগুড়া প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রামে মনসুর হোসেন ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা মরহুম মনসুর হোসেনের ২৬ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মৃতিচারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৫ ফেব্রুয়ারি, বুধবার বাদ যোহর মনসুর হোসেন ডিগ্রী কলেজের হলরুমে এ স্মৃতিচারণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উক্ত দোয়ার মাহফিলে সভাপতিত্ব করেন মনসুর হোসেন ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো: মাহবুবুর রশীদ (তোতা)। এসময় উপস্থিত ছিলেন অত্র কলেজের সভাপতি আলহাজ্ব আব্দুর রাজ্জাক, সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মঞ্জুয়ারা খাতুন, উপজেলা বিএনপির সভাপতি মোঃ আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি মো, আলেকজান্ডার, সাধারণ সম্পাদক ও অত্র কলেজের বিদ্যোৎসাহী সদস্য কে এম শফিউল আলম সুমন, পৌর যুবদলের আহ্বায়ক গোলাম রাব্বানী,মনসুর হোসেন ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা সদস্য মো: আবু বক্কর সিদ্দিক, সাবেক বিদ্যোৎসাহী সদস্য সাবেক অধ্যাপক আব্দুর রহমান, সাবেক সরকারী অধ্যাপক পংকজ কুমার কবিরাজ, সাবেক প্রভাষক প্রদ্যুৎ কুমার সরকার, সাবেক অভিভাবক সদস্য গোলাম মোস্তফা, সহকারী অধ্যাপক জুলফিকার আলী ভুট্টো, প্রভাষক মাহবুর রহমান, প্রভাষক আতাহার আলী, প্রভাষক মো:নরুল ইসলাম ও প্রভাষক এম মোকছেদুল মোমিন প্রমুখ।
© Deshchitro 2024