নন্দীগ্রাম(বগুড়া)প্রতিনিধিঃ- বগুড়ার নন্দীগ্রামে ১কোটি ২৬ হাজার টাকা ব্যয়ে রাস্তার কার্পেটিং কাজের শুভ উদ্বোধন করেছে কেন্দ্রীয় কৃষক দলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বগুড়া-০৪ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন। ৫ফেব্রুয়ারি বুধবার 

নন্দীগ্রাম উপজেলার ৩নং ভাটরা ইউনিয়নের পদ্মপুর থেকে কোষাস রাস্তার কার্পেটিং কাজের উদ্বোধন করা হয়। এসময় উপজেলা প্রকৌশলী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উদ্বোধন কালে স্থানীয় কৃষকরা বলেন, এটি অনেক গুরুত্বপূর্ণ একটি রাস্তা। এ রাস্তা দিয়ে সব সময় কৃষি পণ্য বহন করা হয়। রাস্তাটি অনেক ভাঙ্গাচুরা ও নষ্ট হয়েছিল। আমাদের সাবেক এমপি মহোদয় রাস্তাটি কার্পেটিং করে দিচ্ছেন এতে আমরা এই রাস্তা দিয়ে এখন খুব সহজেই কৃষি পণ্য সরবরাহ করতে পারব।  এ সময় সাবেক এমপি আলহাজ্ব মোশারফ হোসেন বলেন, ১ কোটি ২৬ হাজার টাকা বরাদ্দে তিন নং ভাটরা ইউনিয়নের পদ্মপুর থেকে কোষাস এই রাস্তাটি অত্যন্ত জনবহুল একটি রাস্তা। রাস্তাটির কার্পেটিং কাজের উদ্বোধন করা হয়েছে।  কৃষকরা তাদের কষ্টে অর্জিত সোনার ফসল ফলিয়ে এ রাস্তা দিয়ে অনেক কষ্ট করে বাজারে সরবরাহ করতো। রাস্তাটা কার্পেটিং হওয়ার ফলে খুব সহজেই কৃষি পণ্য বাজারে নিয়ে যেতে পারবে। আমি এমপি থাকাকালীন সময়ে উপজেলায় বেশ কিছু কাঁচা রাস্তা পাকা করুন করে দিয়েছি। এখন সেসব রাস্তা দিয়ে কৃষক এবং সাধারণ পথচারীরা খুব সহজেই চলাচল করতে পারছে। একটু বৃষ্টির পানি হলেই ওই রাস্তাগুলোতে পানি জমে হাঁটু পরিমাণ কাদার সৃষ্টি হতো রাস্তাগুলো পাকা করুন কারণে কোমলমতি শিক্ষার্থীরাও খুব সহজেই শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে পারছে। আমি এমপি থাকাকালীন সময়ে যেভাবে অসহায় অবহেলিত মানুষদের পাশে ছিলাম এখনো আছি ভবিষ্যতেও থাকবো ইনশাল্লাহ।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024