বাংলা‌দেশ জাম‌ায়া‌তে ইসলা‌মি কক্সবাজার জেলা শাখার কর্মী স‌ম্মেলন সফ‌ল করার লক্ষ্যে   কুতুব‌দিয়া উপ‌জেলা জামায়াতের সংবাদ স‌ম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

 বৃহস্প‌তিবার (৬ ফেব্রুয়া‌রি২৫) সকাল ১১ টার দি‌কে বড়‌ঘোপ দলীয় কার্যালয়ে জামায়া‌তের উপ‌জেলা আমীর আ,স,ম শাহরিয়ার চৌধুরী বক্তব‌্য রা‌খেন। এসময় উপ‌জলা সে‌ক্রেটারী মাওলানা নুরুল আ‌মিন, বড়‌ঘোপ ইউনিয়ন শাখার সভাপ‌তি আহমদ নুর, উপ‌জেলা শাখার যুব‌ বিভা‌গের সভাপ‌তি র‌বিউল হোছাইনসহ স্থ‌ানীয়‌ বি‌ভিন্ন প্রিন্ট ও ই‌লেকট্রনিক মি‌ডিয়ায় কর্মরত সংবাদকর্মীরা উপ‌স্থিত‌ ছি‌লেন। আগামী ৮ ফেব্রুয়ারি জামায়া‌তের কক্সবাজার জেলা শাখার কর্মী স‌ম্মেল‌নে কেন্দ্রীয় আমীর ডা: শ‌ফিকুর রহমান, সহকা‌রি সে‌ক্রেটারী জেনা‌রেল কুতুব‌দিয়া-ম‌হেশখালীর সা‌বেক সংসদ সদস‌্য এ এইচ এম হা‌মিদুর রহমান আযাদ প্রমূখ উপ‌স্থিত থাক‌বেন।এতে  কুতুব‌দিয়া থে‌কে স‌ম্মেল‌নে ৫ হাজার জামায়া‌তের নেতা-কর্মী যা‌বেন ব‌লে সংবাদ স‌ম্মেল‌নে জানা‌নো হয়।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024