অসহায় ও দুস্থ মানুষের পাশে দাড়ানোর দৃড় প্রত্যয়ে শাহজালাল ইসলামী ব্যাংক অসহায় ও দরিদ্র মানুষের মাঝে শীত বস্ত্র (কম্বল) বিতরন করেছে। গতকাল (০৬ ফেব্রুয়ারি) মাদারীপুর জেলার শিবচর উপজেলায় অবস্থিত ব্যাংকটির শেখপুর শাখার উদ্যোগে এই কম্বল বিতরন করা হয়। বিকেল ৪.০০ টায় প্রায় ৩ শত অসহায় ও দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরন করা হয়। এছাড়াও পার্শ্ববর্তী মির্জারচর কারিমিয়া মাদ্রাসা ও এতিমখানার শিশুদের মাঝে কম্বল বিতরন করা হয়।


উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় গন্যমান্য হাজী আঃ মন্নান মোল্লা, ব্যাংকের ব্যবস্থাপক মোহাম্মদ আবু আল দ্বীন, কাজী ওয়াহেদুজ্জামান ওয়াসিম সহ অন্যান্য কর্মকর্তাগন। কম্বল পেয়ে খুশি এলাকার গরীব মানুষ। তারা চান তাদের সাহায্যে সবাই এভাবেই এগিয়ে আসুক। এ বিষয়ে ব্যাংকের ব্যবস্থাপক জানান, আমরা প্রতি বছর এই কার্যক্রম চালিয়ে আসছি। তবে দেশের বিভিন্ন সমসাময়িক ইস্যু ও জটিলতায় এ বছর তুলনামুলক দেরি হয়েছে বলে দুঃখ প্রকাশ করেন তিনি। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024