|
Date: 2022-12-04 11:34:54 |
সোনাইমুড়ী নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালী সোনাইমুড়ী উপজেলার ৪নং বারগাঁও ইউনিয়ন পরিষদের মেম্বার পলাশের বিরুদ্ধে ইউনিয়ন পরিষদের গাছ কর্তন ও সরকারি বরাদ্দের টাকা আত্মসাৎ এর অভিযোগে নোয়াখালী জেলা প্রশাসক সহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করেছেন।
উপজেলার ৪নং বারগাঁও ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের আব্দুল গফুরের ছেলে মোহাম্মদ গোলজার হানিফ স্বাক্ষরিত অভিযোগ জমা দিয়েছেন।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, বারগাঁও ইউনিয়ন পরিষদের মেম্বার পলাশ দীর্ঘদিন ধরে অনিয়ম ও দুর্নীতির সাথে জড়িয়ে পড়ে।বিগত ৪ নভেম্বর ২০২২ তারিখে ইউনিয়ন পরিষদের আঙ্গিনায় রোপনকৃত তিনটি কড়ই গাছ রাতের অন্ধকারে লোকজন দিয়ে কেটে নিয়ে যায় পলাশ মেম্বার। পরে গাছ কাটার বিষয়টি জানাজানি হলে সে বিভিন্নভাবে সবাইকে ম্যানেজ করে বিষয়টি ধামা ছাপা দেয়।
বিগত ২০২১- ২০২২ অর্থবছরে বারগাঁও ইউনিয়ন পরিষদের বরাদ্দকৃত এল জি এস পি-৩ রাজিবপুর পশ্চিমপাড়া ইউসুফ বেপারী বাড়ির গাইড ওয়াল নির্মাণের আশ্বাস দিয়ে ২০ হাজার টাকা ওই বাড়ির লোকজন থেকে হাতিয়ে নিয়েছে। রাজিবপুর কোনার বাড়ি থেকে পূর্ব দিকে দিঘীরপাড় পর্যন্ত ১ লাখ ১৫ হাজার টাকা বরাদ্দ দিলেও কাজের অস্তিত্ব পাওয়া যায়নি।
এ বিষয়ে বারগাঁও ইউনিয়ন পরিষদের সদস্য পলাশের মুঠোফোনে বক্তব্য নিতে কল দিলে সে বক্তব্য দিতে অনিহা প্রকাশ করেন।
সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল হোসেন লিখিত অভিযোগের সত্যতা নিশ্চিত করেছেন। তদন্ত করে ব্যবস্থা নেবেন।
আবু বকর ছিদ্দিক সোনাইমুড়ী,
০৪/১২/২০২২ইং,
০১৮৩০-২৫৯৬২৫,
© Deshchitro 2024