৩২ নম্বরের বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে হামলা ও ভাঙচুর ছাত্রদের ক্ষোভের বহিঃপ্রকাশ। এ মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যমে সঙ্গে মতবিনিময়ে তিনি এ মন্তব্য করেন। 


তিনি বলেন, শেখ হাসিনার উসকানিমূলক বক্তব্য বন্ধে ভারত সরকারকে লিখিতভাবে অনুরোধ করা হয়েছিল। কিন্তু তিনি ব্যক্তিগত যোগাযোগ মাধ্যমে বক্তব্য দিচ্ছেন। যা উত্তেজনা সৃষ্টি করছে। ভারতীয় হাইকমিশনারকে তলব করে এ বিষয়ে আবারও জানানো হয়েছে।


তিনি আরও বলেন, ভারতের দাবি তারা শেখ হাসিনাকে কোন প্লাটফর্ম দিচ্ছেন না। কিন্তু সাবেক প্রধানমন্ত্রী তার ব্যক্তিগত ফোন ব্যবহার করে অন্যদেশ থেকে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়ে বক্তব্য দিচ্ছেন।


বুধবার রাত থেকে বিক্ষুব্ধ জনতা ৩২ নম্বরের বাড়িতে প্রবেশ করে। তারা বাড়ির বিভিন্ন অংশ ভাঙচুর করে। পরে এক্সকেভেটর এনে ভাঙার কাজ শুরু করে। বৃহস্পতিবার সকালেও ধ্বংসযজ্ঞ চলতে দেখা যায়। কেউ কেউ বাড়ির বিভিন্ন অংশ খুলে নিয়ে যাচ্ছে, কেউ ভিডিও ধারণ করছে।


পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ভারতের সঙ্গে সই হওয়া চুক্তিগুলো একতরফাভাবে বাতিল করা সম্ভব নয়। বিশেষ করে আদানির সঙ্গে সম্পাদিত চুক্তিতে দেশের স্বার্থ উপেক্ষিত হয়েছিল। তিনি জানান, আগামী এপ্রিলে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ঢাকা সফর করতে পারেন। বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চায়।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024