বগুড়ার সারিয়াকান্দিতে শহিদ মুক্তিযোদ্ধা মন্টু বিদ্যালয়ের রজত জয়ন্তী উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা, পুরষ্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুকুল চন্দ্র সূত্রধরের সভাপতিত্বে কেক কর্তন করে উক্ত অনুষ্ঠানের উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা একেএম আবদুল করিম। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক সভাপতি ফারজানা বেগম, দাতা সদস্য বীর মুক্তিযোদ্ধা এ কে এম সুরুতজ্জামান। দিনব্যাপী বিভিন্ন খেলাধুলা এবং বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। এসময় বিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী সহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। শহিদ মুক্তিযোদ্ধা মন্টু বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উক্ত অনুষ্ঠানে সভাপতি মুকুল চন্দ্র সূত্রধর তার বক্তব্য বলেন, সুস্থ জীবনযাপনে পড়ালেখার পাশাপাশি খেলাধুলার বিশেষ গুরুত্ব রয়েছে। আজকের শিক্ষার্থীরা আগামীর কর্ণধার। তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে স্কুলের পাশাপাশি অভিভাবকদের খুব বেশি সচেতন হওয়া প্রয়োজন। এছাড়াও শুধু উচ্চ শিক্ষা নয়, শিক্ষার গুণগতমান অক্ষুন্ন রেখে শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান তিনি।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024