|
Date: 2022-12-04 11:44:58 |
নাজিবুল বাশার, মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মধুপুরে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো বাল্য বিবাহ। বর ও কনের অভিভাবকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার আলোকদিয়া ইউনিয়েনে লাউফুলা গ্রামে। জানা যায়, মধুপুর উপজেলার আউশনারা ইউনিয়নের শাহাপাড়া এলাকার নজরুল ইসলামের ছেলে মনিরজ্জামান (২০) এর সাথে আলোকদিয়া ইউনিয়নের লাউফুলা গ্রামের হাসমত আলীর ১৩ বছর কন্যার সাথে গত শুক্রবার বিয়ের আয়োজন করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মধুপুরের সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন কনের বাড়ীতে পুলিশসহ গিয়ে বাল্য বিবাহের সত্যতা পান। পরে ২০১৭ সালের বাল্য বিবাহের আইনে উভয় পক্ষে অভিভাবকে ১৫ হাজার টাকা জরিমানা ও ছেলেমেয়ে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিবাহ দিবে না মর্মে মচলিকা প্রদান করে।
এ তথ্য নিশ্চিত করেছেন মধুপুর সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন।
© Deshchitro 2024