নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোঃ মামুন হোসাইনকে প্রকাশ্যে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এসময় গুলিবিদ্ধ মামুন হোসাইনকে হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শুক্রবার (৭ ফেব্রুয়ারী) ভোর পৌনে ৫টায় ফতুল্লা রেললাইনের উপরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত মামুন হোসাইন ফতুল্লা পূর্ব লালপুর এলাকার স্হানীয় বাসিন্দা ও নারায়ণগঞ্জ বিএনপির একজন প্রভাবশালী নেতা। প্রত্যক্ষদর্শী এবং নিহতের ব্যবসা প্রতিষ্ঠানের ম্যানেজার আজাদ মিয়া জানান, ইট, বালু সিমেন্ট লোড আনলোড করে বৃহস্পতিবার দিবাগত রাত ২টায় বাসায় চলে যান মামুন হোসাইন। তিনি আবার ভোর পৌনে ৫টায় দোকানের সামনে এসে দাড়াঁন, ওই সময়ে অনেকগুলো গুলি শব্দ শুনতে পান তিনি। দৌড়ে গিয়ে দেখেন মামুন হোসাইন নিচে লুটে পড়ে আছে। ওই সময় আনুমানিক ২৬-২৮ বছরের দুইজন যুবক দৌড়ে পালিয়ে যান। ফতুল্লা মডেল থানা পুলিশ উপ-পরিদর্শক (এস আই) কামাল মিয়া জানান, রেললাইনের উপরে গুলিবিদ্ধ হয়ে মারা যান মামুন হোসাইন। নিহত মামুন হোসাইনের ইট, বালু, সিমেন্ট ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। প্রতি রাতে লোড আনলোড সময়ে তিনি উপস্থিত থাকেন। শুক্রবার ভোর সাড়ে ৪টায় তাকে ফোন করে ডেকে আনা হয়, ওই সময় তাকে গুলি করা হয়।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024