শুক্রবার (৭ ফেব্রুয়ারী) নারায়ণগঞ্জ সম্মিলিত নাট্যকর্মী জোটের নবনির্বাচিত কার্য-নির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয় জেলা শিল্পকলা একাডেমিতে।


উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক মো: জাহিদুল ইসলাম মিয়ার। কিন্তু তিনি রাষ্ট্রীয় কাজে ব্যস্ততার কারণে অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন নি। জেলা প্রশাসক জাহিদুল ইসলাম উক্ত অনুষ্ঠানে তার পক্ষ থেকে দুজন প্রতিনিধি হিসেবে অতিরিক্ত কমিশনার ও নির্বাহী মাজিস্ট্রেটকে পাঠিয়েছেন। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক ও নাট্য জগতের শ্রদ্ধাভাজন ব্যাক্তিত্ব আনিসুল ইসলাম সানি।


এ সময় আনিসুল ইসলাম সানি তার বক্তব্যে জেলা প্রশাসক জাহিদুল ইসলাম অনুষ্ঠানে উপস্থিত থাকার দাওয়াত কবুল করেও উপস্থিত না থেকে প্রতিনিধি পাঠানোর বিষয়ে ব্যক্ত করে বলেন, আমি গত দুই দিন ধরে দেখছি আপনি সামাজিক অনুষ্ঠান গুলোর দাওয়াত ঠিকই কবুল করেন কিন্তু সেখানে আপনি নিজে উপস্থিত না থেকে প্রতিনিধি পাঠান। আপনি যদি এতই ব্যস্ত থাকেন যে জনগণের সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন না, তাহলে আপনি এরপর থেকে সামাজিক অনুষ্ঠানের দাওয়াত কবুল করবেন না। এরপর আনিসুল ইসলাম জেলা কালচারাল অফিসার শারমিন জাহানকে উদ্দেশ্য করে, শিল্পীদের স্বার্থে ও শিল্প সংস্কৃতির স্বার্থে জেলা শিল্পকলা একাডেমির ভাড়া কমানোর ব্যাপারে অনুরোধ জানান। একইসাথে সকল শিল্পী ও নাট্য সংগঠনের পাশে থেকে সকল ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন এই প্রবীন ও গুনী নাট্যকর্মী। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, নারায়ণগঞ্জের সম্মিলিত নাট্যকর্মী জোটের নবনির্বাচিত সভাপতি মাসুমুল হক সোহেল। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বিকেএমইএ এর সভাপতি মোহাম্মদ হাতেম এবং বাংলাদেশ চলচ্চিত্রের চিত্রনায়ক বাপ্পি চৌধুরী সহ নারায়ণগঞ্জ জেলার সন্মানিত ব্যাক্তিবর্গ।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024