|
Date: 2025-02-08 08:23:31 |
ছবি- স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.রেজাউল হাসান।
কক্সবাজারের কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. রেজাউল হাসান। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি ২৫) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ ইকবাল হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
এর আগে, তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট হিসেবে কর্মরত ছিলেন।
৩০ তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের এই কর্মকর্তা কুতুবদিয়ার উত্তর ধূরুং ইউনিয়নের আজিম উদ্দিন সিকদারপাড়ার বাসিন্দা আবদুল মাবুদ সিকদার ও মোতাহেরা বেগমের সন্তান। শিশু বিশেষজ্ঞ হিসেবে উপজেলা জুড়ে তাঁর সুনাম রয়েছে।
নিয়োগ পাওয়ার পর ডা. রেজাউল হাসান বলেন, ‘আমার জন্মভূমি কুতুবদিয়া একটি অবহেলিত জনপদ। এখানকার মানুষের মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং স্বাস্থ্যখাতে ইতিবাচক পরিবর্তন আনাই আমার লক্ষ্য।তিনি দায়িত্ব পালনে উপজেলার সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন এবং চাহিদা অনুযায়ী সবধরনের সেবা প্রদানের আশ্বাস দেন।
© Deshchitro 2024