বিধবা নারীর জমি দখল ও সম্ভ্রম হানীর চেষ্টা। (বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলা থেকে)ঃ- শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের বেলাই গ্রামের মৃত্যু মোস্তাফিজুর রহমানের সঙ্গে একই গ্রামের মোঃ রুপস পিতা-শাহ জালাল,মোঃ কামরুল পিতা -কামাল,মোঃ শাহ জালাল পিতা-রুস্তম গনের সহিত জমিজমা নিয়ে দীর্ষ দিন ধরে শত্রুতা চলে আসছে। এই বিষয়ে ইউনিয়ন পরিষদ ও গ্রামে একাধিক সালিশ হয়েছে কিন্তু কোন পক্ষই আপসের জন্য সম্মত হয়নি। মোস্তাফিজুর রহমান মৃত্যুর পর থেকেই প্রতিপক্ষ একাধিক বার তার পরিবারের সম্পত্তি দখলের চেষ্টা করে কিন্তু সম্পত্তি দখল নিতে না পারায় রুপস,কামরুল ও শাহ জালাল মৃত্যু মোস্তাফিজুরের স্ত্রী কে কুপ্রস্তাব দিতো। মৃত্যু মোস্তাফিজুরের স্ত্রী কুপ্রস্তাবে রাজি না হওয়ায় বিভিন্ন ধরনের ভয়ভীতি ও প্রান নাশের হুমকি দিতো। ঘটনার তারিখ ৮/০২/২০২৫ ইং তারিখে সকাল আনুমানিক সাড়ে দশটার সময় মৃত্যু মোস্তাফিজুর রহমানের বিধবা স্ত্রী মোছাঃ আয়েশা আকতার পরীর বসত বাড়িতে ৩ জন পূর্ব পরিকল্পিত ভাবে এসে মৃত্যু মোস্তাফিজুরের স্ত্রী কে একা পেয়ে কুপ্রস্তাব দেয় কিন্তু রাজি না হওয়ায় মোঃ কামরুল ইসলাম পরী কে ঝাপটাইয়া ধরে শরীরের পোশাক টানা হেচরা করতে থাকে। পরী চিৎকার করার চেষ্টা করলে রুপস ও জালাল এর হাতে থাকা ধারালো চাকু এবং রট দিয়ে হত্যার উদ্দেশ্য আঘাত করতে থাকে। রুপস তার হাতের চাকু দিয়ে আঘাত করতে চাইলে পরী জীবন বাজানোর জন্য হাত দিয়ে আটকানোর চেষ্টা করলে হাতে গুরুতর জখম হয়। অপর দিকে শাহ জালালের হাতে থাকা রট দিয়ে হত্যার উদ্দেশ্য এলোপাতাড়ি আঘাত করতে থাকে। এলোপাতারি আঘাতের কারণে পরী চিৎকার করতে করতে মাটিতে লুটে পরে। পরীর চিৎকারে প্রতিবেশী শাহিদা,তার ও তাজ উদ্দিন বাড়িতে গিয়ে দেখে পরী মাটিতে পরে রয়েছে।লোকজন দেখে রুপস,কামরুল ও শাহ জালাল দ্রুত ঘটনা স্থল ত্যাগ করে। পরী কে তারা দ্রুত গাড়ি যোগে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।হাসপাতালে পরীর চিকিৎসা চলছে। শিবগঞ্জ থানায় রাত ১০ টার সময় যোগাযোগ করলে জানা যায় পরী শিবগঞ্জ থানায় একটি শ্লীলতাহানি ও হত্যার অভিযোগ দাখিল করছেন। শিবগঞ্জ থানা কর্তৃপক্ষ জানায় তদন্ত শেষে দ্রুত আইন গত ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024