|
Date: 2025-02-09 17:36:07 |
নওগাঁর ঐতিহ্যবাহিক ডানা পার্কে ১১ উপজেলা শাখার সন্মানিত সাংবাদিকদের নিয়ে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন(BMUJ)নওগাঁ জেলা শাখার উদ্যোগে ব্যাৎসরিক সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন, নওগাঁ মফস্বল সাংবাদিক ইউনিয়ন জেলা শাখার সভাপতি মোঃখোরশেদ আলম।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ডাঃইকরামূল বারি টিপু,মান্দা উপজেলা চেয়ারম্যান ও সাঃসম্পাদক উপজেলা বিএনপি (সাবেক ) আরও উপস্থিত ছিলেন নওগাঁ জেলা যুবদলের আহবায়ক মোঃমাসুদ হায়দার টিপু,জেলা সেচ্ছাসেবক দলের সাঃসম্পাদক মোঃসফিউল আজম টুটুল।
আর-ও উপস্থিত ছিলেন নওগাঁ ১১ টি উপজেলার বিভিন্ন মিডিয়ার জেলা ও উপজেলা প্রতিনিধি গন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ডাঃইকরামূল বারি টিপু বলেন,সাংবাদিক জাতির দর্পন, আপনারা বিভিন্ন গ্রাম পর্যায়ে নিউজ সংগ্রহ করতে গিয়ে কোন ঝামেলায় পরলে আমাদের ফোন দিবেন, আমরা আপনাদের সব সময় পাশে থাকবো। কোন ভয় ভীতির কাছে মাথা নত না করে, সঠিক তথ্য জাতীর কাছে তুলে ধরবেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মফস্বল সাংবাদিক ইউনিয়নের উপদেষ্টা গন ও বিভিন্ন উপজেলার সাভাপতি ও সাঃসম্পাদক সহ বিভিন্ন মিডিয়ার প্রতিনিধি গন।সভাপতি মোঃখোরশেদ আলম তার সমাপনী বক্তব্যে বলেন সাংবাদিক কোন দল বা কোন ধর্মের নির্ধারিত প্রতিনিধি না।আমরা সকল ধর্মবর্ণ নির্বিশেষে দেশের জন্য আমরা কাজ করি।একটা জাতির আয়না হিসেবে সাংবাদিক কে বুঝানো হয়।
আমাদের চরিত্র হবে নিঃখুঁদ, এখানে কোন নিশাখোর, সুদখোর ও নারী লোভী কোন সদস্য বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের সদস্য থাকতে পারবে না, সে যতবড় মিডিয়ার প্রতিনিধি হউক না কেন।শেষে উপস্থিত বিভিন্ন উপজেলার সাংবাদিকের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সভার সমাপ্তি করেন।
© Deshchitro 2024