
রাজবাড়ীতে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ।
রাজবাড়ীর গোয়ালন্দে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঘোষিত কর্মসূচীর প্রতিবাদ, জুলাই গণহত্যার বিচার এবং আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গোয়ালন্দের কর্মীরা।
রবিবার (৯ ফেব্রুয়ারী) বেলা ১১ টার দিকে সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ প্রঙ্গন থেকে এ মিছিলটি বের করা হয়। মিছিলটি গোয়ালন্দ বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে গোয়ালন্দ বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন সানসাইন কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক রবিন নুরতাজ আলম, সদস্য সজিব শাহরিয়ার, এস এম ইত্তেহাদ সিয়াম, রাকিবুল ইসলাম রাকিব, আবির, রেদোয়ান, আকিব, সুমন সহ ছাত্র আন্দোলনের অন্যান্য শিক্ষার্থীরা।
বিক্ষোভ মিছিল শেষে গোয়ালন্দ বাসস্ট্যান্ড গোল চত্বরে বক্তারা বলেন, ‘অনতিবিলম্বে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে নিষিদ্ধ ও জুলাই গণহত্যার বিচার করতে হবে। জুলাই গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা মাঠে থাকবে।