কেন্দ্রীয় যুবদলের সভাপতি সুলতান সালাহ উদ্দিন টুকুসহ কেন্দ্রীয় নেতাদের গ্রেপ্তারের প্রতিবাদ ও নিঃশর্ত মুক্তির দাবিতে নেত্রকোণায় মশাল মিছিল করেছে জেলা যুবদল। 


নেত্রকোনা জেলা যুবদলের ১নং সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন খান রনির নেতৃত্বে মশাল মিছিলটি শহরের তেরীবাজার থেকে বের হয়ে শুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা বিএনপির ছোটবাজারস্থ দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে বক্তব্য রাখেন জেলা যুবদলের সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন খান রনি, জেলা যুবদলের সহ-সভাপতি রফিকুল ইসলাম খানসহ অন্যান্যরা।



এ সময় বক্তারা যুবদলের কেন্দ্রীয় সভাপতির নিঃশর্ত মুক্তি দাবি করেন ও অন্যায়ভাবে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। মিছিলে শতাধিক দলীয় নেতাকর্মী মশাল হাতে উপস্থিত ছিলেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024