|
Date: 2025-02-09 19:55:40 |
মাছ ধরতে যেয়ে ১৫দিন যাবত নিখোঁজ রয়েছেন ইসরাইল গাজী (৪২) নামে এক যুবক। তিনি উপজেলার নলতা ইউনিয়নের বিলকাজলা গ্রামের এবাদুল গাজীর ছেলে।
এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরী করেছেন নিখোঁজ যুবকের মা হামিদা খাতুন (৬০)। হামিদা খাতুন জানান, গত ২৪ জানুয়ারী বিকেলে বাড়ির পার্শ্ববর্তী দেবহাটার খলিসাখালী এলাকায় ক্রয়কৃত একটি ঘেরে মাছ ধরার উদ্দেশ্যে বের হয়েছিল তার ছেলে ইসরাইল। এরপর থেকে ইসরাইলের কোন সন্ধান পাওয়া যাচ্ছে না।
তার ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ পাওয়া যাচ্ছে। সম্ভাব্য সব জায়গায় খোঁজ নিয়ে সন্ধান না পেয়ে পরিবারের পক্ষ থেকে কালিগঞ্জ থানায় জিডি করার উদ্যোগ নেয়া হয়। কিন্তু দেবহাটা এলাকায় মাছ ধরার কথা বলে বাড়ি থেকে বের হওয়ার কারণে জিডি নেয়নি কালিগঞ্জ থানা কর্তৃপক্ষ। পরে তিনি গত ৭ ফেব্রুয়ারি দেবহাটা থানায় নিখোঁজ সংক্রান্ত জিডি করেছেন।
হামিদা খাতুন আরও জানান, তার ছেলে বিএনপির রাজনীতি করতো। সংসারে স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। দীর্ঘ ১৫ দিন যাবত তার সন্ধান না পেয়ে সন্তানসহ পরিবারের সবাই চরম দুঃশ্চিন্তার মধ্যে দিন যাপন করছেন। ছেলের সন্ধান পেতে দ্রুত কার্যকরী ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিকট দাবি জানিয়েছেন পরিবারটি
© Deshchitro 2024