|
Date: 2025-02-09 20:44:00 |
মিরসরাই প্রতিনিধি: মিরসরাই উপজেলায় টিম পূর্ব রহমতাবাদ আয়োজিত ডে-নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন হয়েছে। ফাইনালে মাতৃকা স্পোর্টিং ক্লাবকে ১-০ গোলে হারিয়ে মিঠাছড়া ক্রীড়া সংঘ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। টুর্নামেন্টে ৮ টি দল অংশগ্রহণ করে। টুর্নামেন্টে সেরা খেলোয়াড় নির্বাচিত হন মিঠাছড়া ক্রীড়া সংঘের মুন্না, একই দলের নিহান সেরা গোলকিপার ও সেরা গোলদাতা হন রানা। ফাইনাল শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা বিএনপির সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন।
চট্টগ্রামস্থ মিরসরাই জাতীয়তাবাদী ফোরামের সাধারণ সম্পাদক সরফু উদ্দীনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইছাখালী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মঞ্জুরুল হক মঞ্জু, মিঠানালা ইউনিয়ন বিএনপি নেতা তারেক মেম্বার, ইউনিয়ন যুবদলের আহবায়ক হানিফ, যুগ্ম আহবায়ক রিয়াদ, ইছাখালী ইউনিয়ন যুবদলের আহবায়ক এরাদুল হক ভূঁইয়া, কাটাছরা ইউনিয়ন যুবদলের সদস্য সচিব তসলিম উদ্দীন তৌহিদ, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সেলিম উদ্দিন, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মেজবাউল আলম পারভেজ, নিজামপুর সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক নাজিম উদ্দীন ছিদ্দিকী। এসময় আরো উপস্থিত ছিলেন টিম-পূর্ব রহমতাদের এমরান, আশরাফ, শাকিব, রুবেল, ত্বহা, রিফাত প্রমুখ।
© Deshchitro 2024