মিরসরাই প্রতিনিধি: মিরসরাই জনকল্যাণ সমিতি কুয়েতের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সদ্য বিদায়ী আহবায়ক কমিটির আহবায়ক এম আলতাফ হোসেনের প্রবাসে বর্ণাঢ্য দীর্ঘ কর্মজীবন শেষে স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার কুয়েতস্থ হাসাবিয়া আমান হোটেলে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নবনির্বাচিত কমিটির সভাপতি সেলিম এবং নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক সাদেক হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা শেখ আনোয়ার পাশা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি কাজী সোহরাব, উপদেষ্টা পরিষদ সদস্য জসিম উদ্দিন, অহিদের নবী দুলাল, যুগ্ম সম্পাদক সাইফুল হাসান লিটন, সহ-সাধারণ সম্পাদক কাজী সাজ্জাত হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, প্রচার সম্পাদক জাহিদ চৌধুরী। এসময় সংগঠনের নেতৃবৃন্দ, কুয়েতে অবস্থানরত মিরসরাইবাসী উপস্থিত ছিলেন। বিদায়ী সংবর্ধনায় সংবর্ধিত এম আলতাফ হোসেন তার বক্তব্যে কুয়েতে দীর্ঘদিনের অবস্থানের স্মৃতিচারণ করেন। সংগঠনের প্রতিষ্ঠাতা থেকে অদ্যাবধি বিভিন্ন স্মৃতিচারণ করে চলার পথে কোন ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার আহবান জানিয়ে সকলের কাছ থেকে বিদায় নেন।

আলোচনা শেষে সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি হাজী আবুল হাশেমের সুস্থতা কামনায় ও সংবর্ধিত এম আলতাফ হোসেনের সুস্বাস্থ্য কামনায় দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন শাহ আমানত মসজিদের ইমাম মাওলানা আব্দুল কাদের। এরপর সংবর্ধিত এম আলতাফ হোসেনকে সংগঠনের পক্ষ থেকে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সবশেষে নৈশভোজের মধ্যদিয়ে সংবর্ধনা অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024