|
Date: 2025-02-10 10:37:57 |
'বাঘ আমাদের অহংকার রক্ষার দায়িত্ব সবার”এই প্রতিপাদ্যকে সামনে রেখে, পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সুন্দরবনের মধ্যে কলাগাছিয়া ট্যুরিজম সেন্টারে ৩ দিন ব্যাপী বাঘ ট্রাংকুলাইজেশন ও খাল সার্ভে বিষয়ক প্রশিক্ষণের সমাপনী রবিবার বিকালে অনুষ্ঠিত হয়। ছয় দিন ব্যাপি বাঘ ট্রাংকুলাইজেশন ও খাল সার্ভে বিষয়ক প্রশিক্ষণের দ্বিতীয় পর্বের সমাপনী হয়।
বনবিভাগ বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা জিয়াউর রহমান বলেন সুন্দরবনের বাঘ লোকালয়ে প্রবেশ করলে নিরাপদে কিভাবে আবার তাকে ট্রাংকুলাইজেশন করে সুন্দরবনে ফেরত পাঠাতে হবে সেবিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের ট্রাংকুলাইজেশন পরীক্ষা বানরের উপর করা হয়।
প্রশিক্ষন অংশ নেন সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের চার স্টেশনের চল্লিশ জন ফরেষ্টার,বনপ্রহরী ও বোর্ডম্যানবৃন্দ। প্রথম ও দ্বিতীয় পর্বের প্রশিক্ষণের উদ্বোধন ও সভাপতিত্ব করেন বনবিভাগ সাতক্ষীরারেঞ্জের সহকারী বনসংরক্ষক মশিউর রহমান। প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন গাজীপুর সাফারী পার্কের প্রানীসম্পদ বিভাগের ডাক্তার মোস্তাফিজুর রহমান, সাফারী পার্কের ল্যাব ইনচার্জ আতিকুর রহমান। প্রথম ব্যাচের তিনদিন ব্যাপী প্রশিক্ষণ সমাপনী হয় ৬ ফেব্রুয়ারী ।
© Deshchitro 2024